অনলাইনঅপরাধআইন আদালততালারাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় নির্বাচন, যানজটসহ বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত

গাজী হাবিব: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, বিগত নির্বাচনের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। আমরা আর সেই দিকে যেতে চাই না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির বাহক হিসেবে আমরা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে যাতায়াতের সুবিধা নিশ্চিতকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, পৌরসভার অনুমোদন ব্যতীত কোথাও বিলবোর্ড, ব্যানার বা তোরণ স্থাপন করা যাবে না। পৌর এলাকার পাকাপোল থেকে নিউমার্কেট পর্যন্ত অবৈধ দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে এবং বিশেষ করে গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মিজ আফরোজা আখতার জানান, ভূমিহীনদের পুনর্বাসনে নির্বাচনের পরপরই কাজ শুরু করা হবে। অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, তবে এসব অভিযান আরও জোরদার করা হবে।

বাসটার্মিনাল সংলগ্ন মডেল মসজিদ নির্মাণের বিষয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জরুরি ভিত্তিতে সভা করে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।

নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক বলেন, আনসার বাহিনীর কোনো সদস্যকে কোনো রাজনৈতিক দল খাদ্য বা খাবার সরবরাহ করতে পারবে না। পোলিং এজেন্টদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে দ্রুত জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার সতর্ক করে বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী রিটার্নিং অফিসারদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠনের বিষয়েও আলোচনা করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ। তিনি বলেন, জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কিছু সমস্যা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোর কথা জানান।

জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীর-এর অধিনায়ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সাতক্ষীরার মানুষ সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে গণভোট বিষয়ে অধিক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে ব্যবস্থা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় র‌্যাবের ক্যাম্প কমান্ডার, বিজিবি অধিনায়ক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতিসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *