কালিগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে মিলাদ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ) বিকালে কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চম্পাফুল ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুজ্জামান খান সাইলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
তিনি মরহুম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্র রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বালাপোতা জামে মসজিদের ইমাম মাওলানা আম্বিয়ার রহমান। মোনাজাতে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

