রক্তচক্ষু দেখিয়ে আমাদের ভোটের কাজ থেকে কেউ বিরত রাখতে পারবেনা: সাতক্ষীরার ডিসি
গাজী হাবিব: সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার বলেছেন- এই ভোট ১৮, ২৪ কিংবা ১৪ এর ভোট না। এই ভোটে কেউ রক্তচক্ষু দেখিয়ে আমাদের ভোটের কাজ থেকে বিরত রাখতে পারবে না। কারও চক্তচক্ষু দেখে, কারও প্রচোরণায় আমরা কারও পক্ষে কাজ করবো বা কাউকে বিশেষ সুবিধা দেব-এটি মনে করার কোন সুযোগ নেই।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, আমাদের শুধুমাত্র সামনে যাওয়ার পথ, পিছনে যাওয়ার কোন পথ নেই। ভোটের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীসহ সকলেই এই নিবার্চন নিয়ে অত্যন্ত ডেডিকেটেড।
জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন- বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সঠিকভাবে জাতির কাছে উপহার দিতে হবে। না হলে অন্যদের মত আমাদেরও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে। এসময় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানে সকলকে ভুমিকা রাখারও আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা আপনারা চোখের সামনে দেখতেছেন। ক্ষমতার এক্সারসাইজ করতে যেয়ে কারও ভুমিকা দেশ ও জনস্বার্থ বিরোধী হলে তার পরিণতি কি হতে পারে আপনারা তা উপলব্ধি করতেছেন। তাই আপনারা যারা প্রার্থী আছেন সকলকে অতি বেশী দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনাদের কোন কর্মী বা সমথর্কের ভুলে যেন ওৎ পেতে থাকা শত্রুপক্ষ সুযোগ নিতে না পারে। তাহলে কিন্তু জাতির জন্য আর কোন পথ থাকবে না।
জেলা রিটার্নিং কর্মকর্তার এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি ও জামায়াত দলীয় প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফাসহ মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, অধ্যক্ষ আব্দুর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পেয়ার উদ্দীন প্রমুখ।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর সম্ভব্য দায়িত্ব পালনকারীদের সাথে মতিবিনিময় করেন।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত কয়েকটি ভিডিও চিত্র প্রদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া জেলা রিটার্নিং অফিসার সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য পুলিশ ও আনসার সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এমনকি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারীদের তিনি নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানিয়ে পক্ষপাতমুলক যেকোন আচারণের জন্য সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।

