তালায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী
এম এ মান্নান: তালা উপজেলার জাতপুর গ্রামে কিশোরী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। মৃত: কিশোরী আশা বেগম (১৬) ওই এলাকার রিয়াদ খাঁ’র স্ত্রী।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২ টা দিকে গৃহবধূ আশাকে তার স্বামী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে হাসপাতালে লাশ রেখেই পালিয়ে যায় পাষন্ড স্বামী।
স্থানীয়রা জানান, আশার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। অল্প বয়সে বিয়ের পর তাদের দাম্পত্য জীবন নিয়ে কলহ চলে আসছিল । ফলে এটি হত্যা না-কি আত্নহত্যা তা নিয়ে এলাকাবাসির মনে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান নয়ন জানান, বেলা দুইটা দিকে আশা বেগমকে মৃত্যু অবস্থায় তালা হাসপাতালে রেখে চলে যায় তার স্বামী। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আম্বিয়া খাতুন দায়িত্বে ছিলেন। জরুরী বিভাগের হাসপাতালের রেজিষ্টার খাতা অনুযায়ী দেখা যায় মৃত আশা বেগমের হাতে কাটা দাগ ও গলায় চাপের দাগ রয়েছে। ময়না তদন্তেই মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল সুত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

