কালিগঞ্জের মুকুন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (৪৩) নামের এক গৃহবধূ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আশারাফ হোসেন মোড়লের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খাদিজা খাতুন নিজ বাড়িতে রান্নার প্রস্তুতির জন্য বৈদ্যুতিক ব্লেন্ডারে জিরা ও মরিচ গুঁড়া করছিলেন। মসলা গুঁড়া শেষ হওয়ার পর অসাবধানতাবশত ব্লেন্ডারের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ভেতর থেকে মসলা বের করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এ সময় ব্লেন্ডারের ভেতরে হাত ঢোকানোর ফলে তার ডান হাতের চারটি আঙুল মারাত্মকভাবে কেটে দুই খণ্ড হয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও স্ট্রোক জনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

