কালিগঞ্জে ট্রাফিক পুলিশের মোবাইল কোর্টের বৈষম্যে জনমনে ক্ষোভ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: আইন কি সবার জন্য সমান? এমন প্রশ্ন মোবাইল কোর্টে পরিচালনার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলামের বিরুদ্ধে। স্বজন প্রীতি ও বৈষম্যমূলক আচরণের প্রতি ক্ষোভ জানিয়েছে উপজেলা বাসী।
আইন শৃঙ্খলা রক্ষার্থে দেশব্যাপী পুলিশ, যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমের বৈষম্যকে ঘিরে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ থানা ও প্রেসক্লাবের সামনের রাস্তায় পরিচালিত মোবাইল কোর্ট চলাকালে দেখা যায় এমনই চিত্র।
পুলিশ সার্জেন্টের মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায় সাধারণ জনগণ, ছাত্র ,শিক্ষক সহ অন্যান্যদের হেলমেট গাড়ির কাগজপত্র না থাকলে জরিমানা শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার সময় একজন শিক্ষা কর্মকর্তাসহ অনেককে হেলমেট এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকলেও দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম তাদেরকে জামাই আদরে ছেড়ে দিতে দেখা গেছে। অথচ একই সময়ে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের ক্ষেত্রে কাগজপত্রে সামান্য ঘাটতি, ত্রুটি থাকলেও তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন আইন কি সবার জন্য সমান। যদি সমান হয় তাহলে বৈষম্য কেন? বিষয়টি নিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
মোবাইল কোর্টে দ্বৈত নীতি ও আইন এবং বৈষম্য দূর করার যথাযথ আইনি ব্যবস্থার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগিসহ, উপজেলা বাসী।

