অপরাধআইন আদালতআন্তর্জাতিকসদর

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে সাত হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩/২ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা বালির মাঠ নামক স্থান থেকে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।

জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫শ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য: ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *