অনলাইনশিক্ষাঙ্গনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে স্কুল ড্রেস ও কারিগরি শিক্ষা বৃত্তি প্রদান

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শ্যামনগরে ভাব প্রকল্পভুক্ত ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার মোট ৬০ জন শিক্ষার্থীর স্কুল ড্রেস বিতরণ ও শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল ২ ব্যাচের ১১ জন কম্পিটেন্ট শিক্ষার্থী ও টেইলারিং এন্ড ড্রেস মেকিং লেভেল ২ ব্যাচের ১১ জন মোট ২২ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৭ই জানুয়ারী)বেলা ১২ টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁনের সঞ্চালনায় ও কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবল হোসেন, ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহজারী শিক্ষক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান বলেন, এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে। ভাব বাংলাদেশ এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এজন্য ভাব বাংলাদেশকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, আসমা উল হুসনা, উম্মে উনাইজা প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *