কালিগঞ্জে আন্তঃস্কুল-মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী ৫৪তম শীতকালীন জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মমিনুর রহমান। এর আগে সকালে একই মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি তানিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা রওশানারা খাতুন সাংবাদিক হাফিজুর রহমান, ফজলুল হক প্রমুখ।
সমাপনী দিনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। সফল আয়োজনের জন্য অতিথি ও আয়োজকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।

