তালার কপোতাক্ষ নদে পড়ে এক ব্যক্তি নিখোঁজ
এম এ মান্নান, তালা: তালা উপজেলায় বালিয়া খেয়াঘাটে কপোতাক্ষ নদ পারাপারের সময় পানিতে পড়ে রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে কপোতাক্ষ নদ পার হওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে নদে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফলতা পায়নি। পরে বিকেল ৫টার দিকে ডুবুরি দল নদে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রাতের অন্ধকারের কারণে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। বুধবার (৭ জানুয়ারি) সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

