কালিগঞ্জে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভলি বলে উজ্জীবনী ইনস্টিটিউট চ্যাম্পিয়ন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ৫৪ তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগিতার ভলিবলে উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (৬ই জানুয়ারি) বেলা ১১ টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন হাই স্কুল এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে উত্তর শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকা বিভাগে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার সঙ্গে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১-০ সেটে হাজী তফিল উদ্দিন মাদ্রাসা কে পরাজিত করে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মহিলা মাদ্রাসা ,ভলিবল খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক আহমেদ কবীর এবং সৈয়দ মোমেনুর রহমান, ক্রীড়া পরিচালনা কমিটি সদস্য মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান লিটন প্রমূখ।

