সাতক্ষীরায় জামাত নেতা মুরশিদুল আলমের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও ইউনিয়ন অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলামের (৭৩) ৫ই জানুয়ারি (সোমবার) রাত ৮ টায় জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে । মরহুমের জানাজার নামাজ তার নিজ বাসভবন দক্ষিণ পাথরঘাটায় অনুষ্ঠিত হয়। মরহুম আলহাজ্ব শহিদুল ইসলাম ৫ই জানুয়ারি (সোমবার) বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে স্টক জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জামাতে ইসলামী সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা নুরুল বাশারের পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি অধ্যাপক অবাইদুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সদর উপজেলার সহকারী সেক্রেটারি শহীদ হাসান, ইউনিয়ন জামাতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি আকবর হোসেন সহ জেলা উপজেলা ও স্থানীয় অনেক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি।
এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। মরহুম ৩ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

