সদরসাতক্ষীরা জেলা

পেশাজীবী গাড়ি চালকদের সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৫- ২৬ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ‘২৬) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান।

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমান, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, যানবাহন পরিস্কার পরিচ্ছন্নতায় গাড়ি চালাতে হবে, যাত্রিদের প্রতি আন্তরিক থাকতে হবে, প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট বুলাতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।

কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ৯৩ জন চালক অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *