তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের কাণ্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ গভীরভাবে ভালোবাসতেন। তারই প্রমাণ—কোটি কোটি মানুষের জানাজায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জাতি আজ এমন একজন অভিভাবককে হারিয়েছে, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও তিনি কখনো দেশ ত্যাগ করেননি। দেশ ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তার অসমাপ্ত কাজ বাস্তবায়নে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।”

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সাহেব আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য শেখ সোহরাব হোসেন বাবু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *