কালিগঞ্জখেলাধূলাশিক্ষাঙ্গন

কালিগঞ্জে ৫৪ তম আন্ত: স্কুল, মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ৫৪ তম আন্তঃস্কুল, মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার(৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ক্রীড়া কমিটির সদস্য শিক্ষক মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ক্রীড়া কমিটির (ক্রিকেট) আহবায়ক ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোনায়েম হোসেন প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত খেলায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নির্ধারিত ১৫ ওভার খেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয় ৩ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে ৯৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জয়ের লক্ষ্যে তাড়া করে ৭ উইকেটে ১২৬ রান করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ার রাসেল হোসেন অনবদ্য ১০১ রান করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।

মাদকের ছোবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজে মনোনিবেশ করতে হবে। স্কুল পর্যায় থেকে ভালো খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসার চেষ্টা করতে হবে। খেলাধুলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ক্রিকেট এবং ফুটবলে সাতক্ষীরার একটি সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ে আমাদের মোস্তাফিজ, সৌম্য সরকার সহ নারী ফুটবলের বেশ কয়েকজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে। যেটা আমাদের বাংলাদেশের তথা বিশ্বের গর্ব। সে ধারাবাহিকতা ধরে রাখতে স্কুল পর্যায়ে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাতে করে শরীর ও মন সবটাই ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *