অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী জাহাঙ্গীর মারাত্মক আহত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের নারায়নজোল গ্রামে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ছেলে যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বদরুজ্জামান ওরফে বদরুল এবং মনি চৌকিদারের নেতৃত্বে সংঘবদ্ধভাবে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়নজোল বাজারে প্রতিবন্ধী জাহাঙ্গীরের ছেলে জাহিদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে যুবলীগ নেতা বদরুল ও তার সহযোগীরা তাকে তাড়া করে মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে জাহিদ হোসেন দৌড়ে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর মনি চৌকিদার ও তার স্ত্রী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহিদের মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে যুবলীগ নেতা বদরুল তার সঙ্গে থাকা কয়েকজন মাদকাসক্ত যুবককে নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বদরুল বাজার থেকে একটি হাতুড়ি কিনে এনে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবন্ধী জাহাঙ্গীরের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা জাহাঙ্গীরের স্ত্রী ও ছেলে জাহিদসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও বেধড়ক মারপিট করে।

পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানালে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান রিপোর্টে তার মাথায় গুরুতর আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার পরও সন্ত্রাসীরা দাপট দেখিয়ে বেড়াচ্ছে এবং উল্টো জাহাঙ্গীর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, পরিবারটিকে গ্রামছাড়া করার ঘোষণাও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবন্ধী জাহাঙ্গীরের স্ত্রী বলেন, আমার স্বামী কোনো রাজনীতি করে না, সে প্রতিবন্ধী মানুষ। পরিকল্পনা করে হাতুড়ি দিয়ে মাথায় মেরে আজ তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখেছে। এখন যারা মারছে তারাই আমাদের হুমকি দিচ্ছে- মামলা করবে, গ্রাম ছাড়তে বাধ্য করবে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, নারায়নজোল গ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন চালিয়ে আসছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এসব সন্ত্রাসীরা আইনের ঊর্ধ্বে থেকে যাচ্ছে। তারা এলাকায় মাদক বিক্রি থেকে শুরু করে বড় ধরণের অপরাধের সাথে যুক্ত।

আগরদাঁড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, বদরুলের বাবা আব্দুল মান্নান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বদরুলের চরিত্র ভালো নয়- সে এলাকায় পরিচিত বদ প্রকৃতির ছেলে হিসেবে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা হয়নি।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আশারুল ইসলাম বলেন, ঘটনার সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে মারপিট করা হয়েছে সত্য। মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের কথা শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে তারপর বলতে পারবো।

জামায়াতে ইসলামীর স্থানীয় আমীর মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। কেউ আমাকে জানায়নি।

তবে এ বিষয়ে অভিযুক্ত বদরুলের বক্তব্য পাওয়া না গেলেও মনি চৌকিদার প্রতিবন্ধি জাহাঙ্গীরকে মারপিট করার কথা অস্বীকার করে বলেন- প্রতিবন্ধি জাহাঙ্গীর ও তার ছেলে জাহিদ আমাদের বাড়ীতে এসে আমার মেয়েকে গালিগালাজ করতে করতে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করেছে। আমরা সবাই চিকিৎসা নিয়েছি। কো ন হাসপাতালে ভর্তি ছিলেন এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন- জাহিদ আমার মেয়ে প্রায়ই গালাগালি দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন- এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *