আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রথম কাস্টমস কমিশনার
স্টাফ রিপোর্টার: ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউজের প্রথম কমিশনার মো. মুশফিকুর রহমান।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউজে প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, দীর্ঘ ৩০ বছর পর ভোমরা শুল্ক স্টেশন কাস্টমস হাউজে রূপান্তরিত হওয়া এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।
এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার কথা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ধন্যবাদ জানান এবং ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

