সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমসহ ৩ জনের মনোনয়ন বাতিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, আসাফুদৌলা ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার যাচাই বাছাই শেষে মোট এ ই আসনে দাখিল করা আটজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
১ % ভোটারের স্বাক্ষরের ক্ষেত্রে ২০২৪ সালের ১৫ এপ্রিল মারা যাওয়া আশাশুনির পাইকাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী রওশান আরা ফরিদার সাক্ষর করায় সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সাথে ১ % ভোটারদের সাক্ষরে ত্রুটির কারণে আসলাম আল মেহেদী ও মো: আসাফউদ্দৌলা খানের মনোনয়ণ বাতিল এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তাছাড়া বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মোঃ আলিপ হোসেন ও বাংলাদেশ মাইনরটি জনতা পার্টি-বিএমজেপির রুবেল হোসেন।

