অপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াসদর

সাতক্ষীরার সীমান্ত থেকে দুই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি, থ্রি-পিস ও গাউন জব্দ করা হয়।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালি নামক এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ১২ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালশারি নামক স্থান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও গাউন আটক করে।

এ অভিযানে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত পণ্যসমূহ শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *