অনলাইনতালারাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ৪ টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১০

গাজী হাবিব: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ২৯ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে যাচাই- বাছাই শেষে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল প্রার্থীর সামনে যাচাই- বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্রের সাথে ১% ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তা বাতিল করা হয়েছে। বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে ৫ জন প্রার্থীকে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপি’র হাবিবুল ইসলাম হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম।

সাতক্ষীরা-২ আসন থেকে ৮ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মো. রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত না হওয়ায় শেখ মাতলুব হোসেন লিয়নের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপি’র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম কর্তৃক দাখিলকৃত ১% ভোটারের মধ্যে ১ জন মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া এ আসনে আরো দুই স্বতন্ত্র প্রার্থী এমএ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদী তাদের ১% ভোটারের স্বাক্ষরের তালিকা জমা না দেওয়া বাতিল করা হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন- বিএনপি’র কাজী আলাউদ্দীন, জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন ও বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।

সাতক্ষীরা-৪ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। তারা হলেন- বিএনপি’র মোঃ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন। এ আসন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত না হওয়ায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, ঋণ খেলাপী থাকায় গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং মোট ভোটারের এর ১% স্বাক্ষর না থাকায় ‌স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ এর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

এদিকে, সাতক্ষীরার ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩৩ জন প্রার্থী। জমা দিয়েছিল ২৯ প্রার্থী। এর মধ্যে ১৯ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন- সাতক্ষীরার ৪ টি আসনে দাখিলকৃত মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ জনপ্রার্থীর মনোনয়ন পত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *