শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবসে র্যালি ও আলোচনা সভা
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য র্্যালি বের করা হয়। যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা রাশেদ হুসাইন,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারী দপ্তর, শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সমাজকল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষের সহায়তা নিশ্চিত করছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য কমিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বক্তারা আরও বলেন, সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমাজের সকল স্তরের মানুষকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে অবহিত করা হয়। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সিডিও সংস্থা ও ইউনিয়ন সমাজকর্মী আনোয়ারা খাতুন কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেন।

