সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাতে কোরআন খতম ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের দৌহিত্র বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-সিয়াম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির মো. প্রিন্স মামুন, আমজাদ হোসেন, শাহিন হোসেন, আব্দুর গফফার, সৈয়দ আলী, ওমর আলী, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট্ট বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কোরআন খতম শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসির উদ্দিন বাবু। ওয়াবাদ জামে মসজিদের পেশ ইমামের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

