সদরে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
মেহেদী হাসান শিমুল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইমারত নির্মাণ শ্রমিক অফিসে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নুরুল আমিন লাভলু, পিওর ক্রপস লিঃ এর চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, সাতক্ষীরা সদর যুবদলের যুগ্ম সম্পাদক খুরশিদ আলম, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, মাহমুদ হাসান মিলন,বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন বাবু, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহাজাহান সিরাজ, মুকুল সরদার, সাংবাদিক আরশাদ আলী, জিএম আমিনুল হক, মুকুল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহাসিন হোসেন।

