অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি গ্রামের মরহুম ছফেদ আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গত ২ ডিসেম্বর পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফিরেন এবং ৬ ডিসেম্বর স্ট্রোকজনিত কারনে গুরুতর অসুস্হ হয়ে পড়লে সাতক্ষীরা সিবি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় এবং চিকিৎসায় কিছুটা সুস্হ হয়ে ওঠেন। পরবর্তীতে থেরাপির জন্য তাঁকে কালিগঞ্জ রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসারত অবস্হার তাঁর অবস্হার অবনতি হয় এবং বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দিকে ইন্তেকাল করেন।

শুক্রবার (০২ ) জানুয়ারি জুম’আ বাদ মরহুমের নিজস্ব বাসভবনে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে কালিগঞ্জ বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মোহতামীম মাওলানা ওজিহুর রহমানের ইমামতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গফফার , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তিনি সুনামের সাথে চাকরি শেষে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক ও শেক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *