কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে (২ জানুয়ারী ) শুক্রবার সকাল ১০ টায় কেক কেটে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডাঃ শেখ আকছেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুঈদ, সহকারী শিক্ষক আহ্ছান কবীর টুটুল, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মাহবুর রহমান, অবকাশ চন্দ্র খা, মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, মাওঃ আব্দুস সাত্তার, ঝর্ণা খাতুন, শিরোপা শিরিন প্রমূখ।

