বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক ও “মাদার অফ ডেমোক্রেসি” খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র পবিত্র রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে মরহুমা দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আনারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী।
এছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, সাতক্ষীরা পৌর ছাত্রদলের আহ্বায়ক আয়ুব আলী, সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদুল বাসারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসেনানী। তিনি আপসহীন নেতৃত্বের মাধ্যমে বারবার স্বৈরাচার ও একদলীয় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে ভরপুর। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লাহ তায়ালার দরবারে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল গুনাহ ক্ষমা, তাঁর রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

