কলারোয়াসদর

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ৮৪ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় এক লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ১৩ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এ অভিযানে সর্বমোট ৮৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবির টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *