কালিগঞ্জশিক্ষাঙ্গন

পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন মতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।

এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি বিজি প্রেস ঢাকার নুর আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মুফতি আব্দুস সাত্তার আজিজী, পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, নীজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন, উকশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এস এম সি সাবেক সভাপতি ডাক্তার তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন প্রমূখ।

এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, তার ভেতর থেকে ১৭৭ জন উত্তীর্ণ হয়েছে।

এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *