কাজী আলাউদ্দীনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিগঞ্জের কুশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর তত্ত্বাবধানে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর মঙ্গলবার তাৎক্ষণিক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কুশুলিয়া মরহুম কাজী মনোয়ারুল হক মাদ্রাসা ও এতিম খানার শতাধিক হাফেজ কোরআন তেলোয়াত করেন।
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইন্জিনিয়ার হাসানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা রাইছুল ইসলাম প্রমূখ।
এদিকে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের উদ্যোগে যহোর নামাজ বাদ মৌতলা কাজী পাড়া জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

