সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত মাসের রেজুলেশনের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাইবার অপরাধ প্রতিরোধ সংক্রান্ত সিদ্ধান্তসমূহ: সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার অপরাধ প্রতিরোধে কমিটি গঠন ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও সম্প্রচার, আইসিটি শিক্ষকদের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার এবং এআই জেনারেটেড ভুয়া গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আইসিটি ও ইনোভেশন সংক্রান্ত সিদ্ধান্তসমূহ: সভায় সরকারি দপ্তরসমূহের ওয়েবসাইট ও সিটিজেন চার্টারে হালনাগাদ তথ্য সংরক্ষণ, মাইগভ ওয়েবসাইটে সরকারি ৩০টি শিরোনামের আওতায় ১৩০টি সেবা সহজীকরণ নিশ্চিতকরণ, জেলার ১৩১টি আইসিটি ল্যাবসমৃদ্ধ বিদ্যালয়ের ল্যাব সচল রাখা ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করা, আর্থিক ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ে তদারকির ওপর জোর দেওয়া হয়। এছাড়াও ইনোভেশন হাব ও নতুন কনটেন্টভিত্তিক ধারণা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সঞ্চালনা করেন আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম।

