সাতক্ষীরার সীমান্তে সাড়ে ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে এগারো লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে ১১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল চান্দাপোষ্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এ অভিযানে সর্বমোট ১১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের অভিযোগে এসব মালামাল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

