অনলাইনকালিগঞ্জতালারাজনীতিশ্যামনগরসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি নিজে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মনোনয়নপত্র জমা দেন।

একই সময়ে সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

এর আগে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াতে ইসলামির প্রার্থী অধ্যক্ষ ইজ্জ্বত উল্লাহ’র পক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ফলে সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতে ইসলামি তাদের প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনি মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মনোনয়নপত্র জমাদানকালে জেলা জামায়াতে ইসলামির আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ আমীর মোহাম্মদ আলী, আশাশুনি আমীর তারিকুজ্জামান তুষার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন- ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সহ দেশে অনুষ্ঠিত হওয়া সকল বৈধ নির্বাচনে সাতক্ষীরার প্রায় সবকটি আসনে ই জামায়াতের প্রার্থীরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। আমরা আশা করছি এবারও এর ব্যতিক্রম হবে না। আমরা সবকটি আসনেই বিজয়ী হব ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ জানান, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামি নির্বাচনে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *