বিজিবির অভিযানে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ৭ বোতল মদ, ১৫ বোতল উইনসিরাক্স সিরাপ, ভারতীয় শাড়ি, শাল ও ঔষধ জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সদর ও কলারোয়া থানাধীন বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মোট ২,৫৯,৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের অভিযানের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব ফাঁকি রোধ হচ্ছে, অন্যদিকে মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। স্থানীয় জনগণ বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

