তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়ে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব আব্দুর রউফ।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের আগে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুসরণ করে একই দিন সকালে তিনি আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সদর উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় জেলা বিএনপির প্রভাবশালী নেতা নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা সামির শোয়েব রাদমির, আব্দুল্লাহ আল সিয়ামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ত আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত করেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আব্দুর রউফ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। সাতক্ষীরা-২ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত বিএনপি নেতারা বলেন, দলীয় ঐক্য ও গণজোয়ারের মাধ্যমে সাতক্ষীরা-২ আসনে বিএনপি বিজয় অর্জন করবে। তারা আশা প্রকাশ করেন, আব্দুর রউফের নেতৃত্বে এই আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *