কালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসনের কঠোর অবস্থান

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ কঠোরতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বিজিবি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে টহল দেবে।

ইউএনও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানতে হবে। সড়কের ওপর গেট, প্যান্ডেল বা আলোকসজ্জা করা যাবে না। প্রতি ওয়ার্ডে একটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। দলীয় কার্যালয়ে কোনো ক্যাম্প বা প্রচার কার্যক্রম নিষিদ্ধ। প্রচারণায় একসাথে তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না এবং প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে।

তিনি আরও জানান, সভা-সমাবেশের আগে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে এবং নিরাপত্তার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করতে হবে। দেওয়াল লিখন, পোস্টার লাগানো বা গাছে পোস্টার ঝোলানো সম্পূর্ণ নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আরিফিন জুয়েল (বিপিএম), থানার ওসি মো. জুয়েল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, আবু হামজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *