কালিগঞ্জের ইকরা তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর বটতলা এলাকায় অবস্থিত ইকরা তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ শহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার নুর ইসলাম, চৌমুহনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি শিক্ষক আব্দুল হান্নান গাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম. হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক মো. ইজ্জত আলী, উপদেষ্টা আবু সাঈদ মো. মহিউদ্দীন ও আবু বাক্কার মোড়ল, মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকুন্দপুর তা’লিমুল কুরআন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি শেখ শহর আলী, সহ-সভাপতি আকবর আলী মোড়ল, ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে নূরানী মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

