সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার মাদক জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। তলুইগাছা এলাকায় ১২ বোতল ভারতীয় মদ এবং কাকডাঙ্গা এলাকায় প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ আটক করা হয়।
বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নটিজঙ্গল মাঠ নামক স্থান থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার-১৩/৩ এস এর-৪ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমতলা নামক এলাকা থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ উদ্ধার করে। এ অভিযানে সর্বমোট ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।

