খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ১ জন আটক
স্টাফ রিপোর্টার: খুলনার রূপসায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানের নাম ছিল অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসার উদ্যোগে রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পারভেজ মোল্লা (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক পারভেজ মোল্লা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

