অনলাইনকালিগঞ্জতালাশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

খানবাহাদুর আহছানউল্লা (র.) পুরস্কার পেলেন রাবি’র অধ্যাপক একরাম হোসেন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক ড. একরাম হোসেন এ বছর খানবাহাদুর আহছানউল্লা পুরষ্কার পেয়েছেন। খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, শিক্ষাদর্শন, নৈতিকতা ও আধ্যাত্মিক চিন্তাধান আধুনিক গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

ড. একরাম হোসেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গবেষক ও দর্শনশাস্ত্রের বিশ্লেষক। তিনি বর্তমানে রাজশ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। ছুফি-দর্শন, নৈতিকতা, প্রশাসনিক নীতিবিদ্যা, মান উন্নয়ন, প্রযুক্তিনীতি এবং সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে তাঁর অবদান সমকালীন প্রেক্ষাপটে সময়োপযোগী প্রজ্ঞাসম্পন্ন। বিশেষভাবে তিনি খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, শিক্ষাদর্শন, নৈতিকতা আধ্যাত্মিক চিন্তা ধারাকে আধুনিক গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ ও প্রকাশন মাধ্যমে নতুন প্রজন্মের কাছে প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন। তাঁর বহু প্রবন্ধে আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষাদর্শী,মানবকল্যাণমুখী রাষ্ট্রদর্শন এবং সমাজ মানস গঠনের প্রাসঙ্গিকতা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর গবেষণা ও তথ্যনির্ভর নয়- এতে আছে দার্শনিক বিশ্লেষণ, মানবিক বোধ, নৈতিক সাহস এবং সমাজ-বাস্তবতার গভীরপাঠ।

বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অগ্রদূত, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সুফিসাধক খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ১৫২ত জনন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর সাতক্ষীরার নলতা শরীফে আয়োজিত সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তা হাতে পুরস্কার হিসেবে স্বর্ণপদক, এক লক্ষ টাকা, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম।

খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমনিারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আহছানউল্লা গবেষক এএফএম এনামুল হক এবয় আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা খানবাহাদুর আহছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আনিছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আহসানুল হাদী ও ঢাকা আহছাইনয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ।

উল্লেখ্য প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জাতীয় পর্যায়ের এই পুরষ্কার প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *