কালিগঞ্জের নলতা থেকে বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকের নাম সজীব সরকার (২২)। তিনি নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সজীব সরকার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজের সময় তার পরনে একটি টি-শার্ট ছিল বলে জানিয়েছে পরিবার। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে সজীব সরকারের দাদা আকাশ সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৯৫৭৫৭০৯৭৪

