রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহীদ রীমু সরণিস্থ ভ্যানগার্ড কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মীসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য এডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল ও আবুতালেব মোল্লা, সিপিবি সভাপতি কমরেড আবুল হোসেন, সিপিবি জেলা সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী ও সদস্য দিদারুল আলম হেলাল, মো. আব্দুল্লাহ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা সুরোত আলী ও মুস্তাসিম বিল্লাহ, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, গত দেড় দশকে সংঘটিত সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুন, মবসন্ত্রাস, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *