ব্রহ্মরাজপুর ইউনিয়নে ওলামা বিভাগের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত
ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওয়ার্ড ওলামা বিভাগের উদ্যোগে শুক্রবার(২৬ ডিসেম্বর) সকালে মেল্লেকপাড়া জামে মসজিদে এক নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শূরা ও কর্মপরিষদের সদস্য এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ওলামা সমাজের ভূমিকা অপরিসীম। তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এবং ৬নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মহিবুল্লাহ সেক্রেটারী নুরুজ্জামান,যুব বিভাগের সভাপতি মুহিবুল্লাহ, আবুল কাশেম। সভায় স্থানীয় ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে আগামী দিনের নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

