ধর্মসদরসাতক্ষীরা জেলা

ধুলিহর সুপারীঘাটায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটা এলাকায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধুলিহর সুপারীঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুফতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম.এম জয়নাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি.এম আমিনুল হক, মোছাদ্দেক হোসেন মোল্লা, রেজাউল সরদার, ফজলুল করিম, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মনিরুজ্জামান শাহিন, আব্দুর জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর, আদর্শ ও মানবিক সমাজ গঠনে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই মাদ্রাসা ভবিষ্যতে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সার্বিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *