গণভোটে সচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন সাতক্ষীরায়
গাজী হাবিব: দেশের চাবী আপনার হাতে’ প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রম ‘ভোটের গাড়ি’র প্রচারণা। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার সম্পর্কে সচেতন নাগরিকই পারে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটাধিকার, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি গণভোট কী, পোস্টাল ভোটের পদ্ধতি কীভাবে কার্যকর হবে- এসব বিষয় সহজ ভাষায় জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সারাদেশে এই কর্মসূচি পরিচালনা করছে। সাতক্ষীরাও এর ব্যতিক্রম নয়।
প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রামাণ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণের আন্দোলন ও ভোটাধিকারের সম্পর্ক তুলে ধরা হয়। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হয়।
অনুষ্ঠানজুড়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ভোটের গাড়ির সঙ্গে থাকা শিল্পী-কলা-কুশলীরা। শীতের সকাল উপেক্ষা করে তাদের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রবেশ করে। সে সময় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের নেতৃত্বে ভোটের গাড়ির শিল্পী- কলা-কুশলীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এই কর্মসূচির আওতায় আগামী কয়েকদিন ধরে ‘ভোটের গাড়ি’ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা, হাটবাজার ও জনসমাগমস্থলে গিয়ে প্রচারণা চালাবে। ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরাসরি বার্তার মাধ্যমে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

