অনলাইনঅপরাধআইন আদালততালাসদরসাতক্ষীরা জেলা

কচু চোরের উপদ্রবে অতীষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় এক মাদকাসক্ত যুবকের চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, কওছার আলী (৩০) নামের ওই যুবকের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ গত ২০ ডিসেম্বর ভোরে কওছার আলী স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে কচু ও কলা চুরির চেষ্টা করেন। এ সময় রফিকুল ইসলামের স্ত্রী নূর জাহান বাধা দিলে তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশের আগেই তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলেও পরে চুরির ঘটনাকে মারপিট দেখিয়ে পাল্টা এজাহার গ্রহণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই এজাহারে ঘটনাস্থলে না থেকেও এক সাংবাদিকসহ পাঁচজন স্থানীয় বাসিন্দাকে আসামি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রকৃত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরীহ লোকজনকে মামলায় জড়ানোয় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *