অনলাইনকলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক এমপি হাবিব

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২৪ ডিসেম্বর)  বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আজীবন কাজ করতে চাই।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় তিনি সাতক্ষীরা-১ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *