সাতক্ষীরায় স্টার কিডস বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থীর সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব–২০২৫ উপলক্ষে স্টার কিডস-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার কিডস-এর পরিচালক এ. টি. এম. আবু হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্টার কিডস বৃত্তি উৎসব শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে স্টার কিডস একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ কে. এম. সফিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাজাবুর রহমান বাবুল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ইসলামী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মিয়ারাজ হুসাইন, শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাকির হোসেন, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু মুসা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজিস্ট মো. আব্দুস সোবহান, আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ।
স্টার বৃত্তি উৎসব–২০২৫ এ মোট ৫৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৪৮ জন এবং সাধারণ গ্রেডে ২০২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে সম্পূর্ণ অলাভজনক এই কর্মসূচিতে স্টার কিডস-এর কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার কিডস-এর প্রধান সমন্বয়ক একেএম শরিফুজ্জামান।

