অনলাইনঅপরাধসদর

বিনেরপোতায় প্রতিপক্ষের হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বৃদ্ধ আব্দুল আহাদ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকা বসুন্ধরা (গুচ্ছগ্রাম) এলাকায় গাছ নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। ওই ঘটনায় আরো বহত হয়েছেন দুইজন। মারাত্মক জখম আব্দুল আহাদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে বিনেরপোতা এলাকায় গেলে মুমূর্ষু আব্দুল আহাদের মেয়ে জুলিয়া খাতুন বলেন, বিনেরপোতা (বসুন্ধরা) এলাকার রমেহা খাতুন ও আমরা সরকারী জমিতে পাশাপাশি বসবাস করি। তবে জায়গা জমি সংক্রান্ত বিষয় ও বিভিন্ন পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে রমেছা খাতুনের সাথে আমাদের বিরোধ চলছিল।

গত ৮ ডিসেম্বর এই বিরোধকে কেন্দ্র করে রমেহা খাতুনসহ নগরঘাটা ত্রিশমাইল এলাকার মোঃ মালেকের ছেলে রেজোয়ন হোসেন, ইসমাইল হোসেন, এজাহার হোসেন ও ইস্রাফিল, বিনেরপোতা এলাকার আমজেদের ছেলে মনিরুল ইসলাম, সোবহান সরদারের ছেলে আশরাফুল হোসেন, আমজেদ হোসেন, সুরাইয়া খাতুন, আমেনা খাতুন, আঞ্জুয়ারা খাতুনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আমাদের বাড়ির অপর পাশে আমার বাবার বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার মাকে মারপিট শুরু করে। এ সময় আমার বাবা আব্দু আহাদ নামাজ থেকে এসে আমাদেরকে মারপিট করা হচ্ছে দেখে আমাদেরকে বাঁচাতে গেলে তারা আমার বাবাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা দ্রুত আমাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে আমার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমার বাবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

পাটকেলঘাটা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শোভন বলেন, মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *