দেবহাটায় তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশন-এর উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
ফেয়ার মিশনের উদ্যোগে প্রতিবছর নিয়মিতভাবে এ বই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবছরও শিশু-কিশোর ও সাধারণ পাঠকের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চা বিস্তারের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি বলেন, “ডিজিটাল যুগে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী দিনে মেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল বসানো হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই বই মেলায় বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি শিশুদের জন্য বিশেষ কার্যক্রম এবং পাঠচক্র আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

