কৃষিতালা

তালায় ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তালা প্রতিনিধি: তালা উপজেলায় খরিপ-১ মৌসুমে মুগ ডালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা (বীজ ও সার) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৫০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, এসএপিপিও মো. বেলাল হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করবে।

এতে একদিকে যেমন আবাদি জমির ব্যবহার বাড়বে, অন্যদিকে ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *